Breaking

Monday, January 14, 2019

সহজ ফালুদা রেসিপি

রেস্তোরাঁয় গিয়ে সবসময় খেতে ভালো লাগে এমন একটি মিষ্টি সুস্বাদু খাবার  খাবার ফালুদা আইসক্রিম এবং নানা রকমেরফলের মিশ্রণে মজাদার এই খাবারটি আপনি ইচ্ছে করলে বাড়িতেই তৈরি করে ফেলতে
পারেন জেনে নিন খুব সহজ একটি রেসিপি
উপকরণ:-
 এক লিটার তরল দুধ
 এক কাপ সাবুদানা
 আধা কাপ প্লেইন নুডলস (কোনো রকমের ফ্লেভার ছাড়া রাইস নুডলস হলে ভালো হয়)
 দুই কাপ নিজের ইচ্ছে মতো ফল কাটা
 সিকি কাপ / ধরণের বাদাম
 জেলাটিন
 ফুড কালার এবং ফ্লেভার
 পছন্দের ফ্লেভারের আইসক্রিম
 চিনি স্বাদমতো
প্রণালী
প্রথমে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিন এরপর এতে চিনি দিয়ে মিশিয়ে নিন চিনি গলে মিশে গেলে এতেসাবুদানা দিয়ে রান্না করুন সাবুদানা প্রায় রান্না হয়ে এলে এতে নুডলস দিয়ে সেদ্ধ করে নিন সবটা রান্না হয়ে এলেনামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন
জেলাটিন প্যাকেটের নিয়ম অনুযায়ী প্রস্তুত করে নিন যদি জেলাটিনের সাথে রঙ এবং ফ্লেভার দেওয়াই থাকে তবেআর ফুড কালার এবং ফ্লেভার দেবার প্রয়োজন হবে না সাধারণত এক টেবিল চামচ জেলাটিন গুঁড়োর জন্য দুই কাপপানি প্রয়োজন হয় দুই কাপ পানিতে মিশিয়ে নিন দুই টেবিল চামচ চিনি এতে এক টেবিল চামচ জেলাটিন এবং এক-দুই ফোঁটা ফুড কালার  ফুড ফ্লেভার মিশিয়ে গরম করে নিন যতক্ষণ না জেলাটিন গলে মিশে যায় তরলের সাথেএরপর চুলা থেকে নামিয়ে ছাঁচের ভেতর ঢেলে নিতে পারেন এই মিশ্রণ প্লাস্টিকের তৈরি বিভিন্ন শেপের আইস কিউবছাঁচ পাওয়া যায়সেগুলো ব্যবহার করতে পারেন অথবা সাধারণ একটি প্লাস্টিকের কন্টেইনারে রেখেও ফ্রিজে জমিয়েনিতে পারেন জেলাটিন জমে গেলে এটাকে বের করে ইচ্ছেমত শেপে কেটে নিন বেশীরভাগ সময়ে ফালুদায় লম্বাফালি করে অথবা ছোট কিউব করে কেটে জেলি পরিবেশন করা হয়
বিভিন্ন ফল কেটে চিনি-পানির মিশ্রণে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেনএতে কালো হয়ে যাবে না এর মাঝেথাকতে পারে আপেলকলাআঙ্গুরআনার ইত্যাদি
পেস্তাবাদামকাজুবাদামকাঠবাদাম এগুলো কুচি করে নিতে পারেন এছাড়া তাওয়ায় একটু টেলে ভেঙ্গেও নিতেপারেন
ফালুদা তৈরির সবচাইতে গুরুত্বপুর্ণ ধাপ হলো সাজানো সুন্দর লম্বা কাঁচের গ্লাস প্রস্তুত করতে হবে ফালুদার জন্যপ্রথমে কয়েক রকমের ফল / চামচ রাখতে হবে গ্লাসে এরপর সাবু এবং নুডলসের মিশ্রণ ফ্রিজ থেকে বের করেগ্লাসের তিন ভাগের এক ভাগ পুর্ণ করতে হবে এরপর এর ওপরে দিতে হবে জেলি একের বেশি রঙের জেলি থাকলেতা দেখতে সুন্দর লাগবে সবার ওপরে আইসক্রিমবাদামের মিশ্রণ এবং অল্প করে জেলি দিয়ে পরিবেশন করতেপারেন ফালুদা সবার ওপরে একটি চেরি দিয়ে দিলে আরও ভালো লাগবে দেখতে

No comments:

Post a Comment

চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণঃ- মুরগির মাংসের আটটি বড় টুকরো , বাসমতি চাল – এক কেজি , গোলমরিচ – ৫ টি , টকদই – এক কাপ , আদা , রসুন বাটা – এক টেবি...

Popular