Breaking

Monday, September 15, 2014

September 15, 2014

মাছের দোপেঁয়াজা

মাছের দোপেঁয়াজা
মাছ১ কাপগোলমরিচ,বাটা/৪ চা. চা
পেঁয়াজ,টুকরা/২  কাপপেঁয়াজপাতা/৪  কাপ
মরিচ,বাটা১ চা. চাধনেপাতা,কুচি২ টে. চা
হলুদ,বাটা১ চা. চাতেল/৩  কাপ
পেঁয়াজ,বাটা২ টে. চালবণ১ চা. চা
আদা,বাটা/৮  কাপটমেটো (ইচ্ছা)২ টি

১। শিং,মাগুর,কাইক্যা,শোল,গজার ইত্যাদি যে কোনও মাছ দোপেঁয়াজার জন্য ছোট টুকরা করে এক কাপ নাও।
২। তেল গরম করে সব বাটা মসলা দিয়ে ২০ সেকেন্ড নাড়। পেঁয়াজ ও মাছ একসাথে ছাড়। নেড়ে আধ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে দাও।
৩। পানি শুকিয়ে আসলে পেঁয়াজপাতা ,টমেটো ও ধনে পাতা দিয়ে নেড়ে মুদৃ জ্বালে রাখ। তেলের উপর উঠলে নামিয়ে নাও।

Sea Fish dopeyaja সাগরের মাছের দোপেঁয়াজা

Ingredients: উপকরণ:

  • 1 kg fish fresh, fried ১ কেজি তাজা মাছ, ভাজা.
  • 5-6 green chili. ৫-৬ টি কাঁচা মরিচ চিরা.
  • 1  teaspoon red chili powder. ১  চা চামচ মরিচ গুঁড়ো.
  • 1/২  teaspoon turmeric powder.১/২ চা চামচ হলুদ গুঁড়া.
  • 1/2 teaspoon coriander powder. ১/২ চা চামচ ধনে গুঁড়া.
  • 1/ 2 teaspoon cumin powder. ১/২ চা চামচ জিরা গুঁড়া.
  • 1 cup fried onion. ১ কাপ পেঁয়াজ ভাজা.
  • 2 large onion cut. 2 বড় পেঁয়াজ, কাটা.
  • 2 tablespoons  oil.  ২ বড় চামচ তেল .
  • 1 teaspoon ginger,  garlic paste. ১ চা চামচ আদা, রসুন বাটা.
  • Salt to taste. লবণ স্বাদ মত.
  • 1 tablespoon water. ১ টেবিল চামচ পানি.
  • One tea spoon sugar. এক চা চামচ চিনি.
  • Coriander leaves chopped. ধনে পাতা কাটা.
Method: পদ্ধতি:
1. In a pan heat the oil and fry with sugar onion as shown below.  একটি প্যান এ তেল গরম  করুনএবং চিনি দিয়ে পেঁয়াজকে নিচে দেখানো হিসেবে ভাজুন .
2. In a pan add Ginger-garlic paste stir.   আদা, রসুন পেস্ট িদয়ে ভাল করে নাড়ুন.
3. Add chili, turmeric powder, salt ,green chili and water and stir. মরিচ, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ, লবণ দিয়ে নাড়ুন এবং পানি িদন.
4. When oil start to separates from onion Masala, add the fishes in it. তেল পেঁয়াজ মশলা থেকে আলাদা হতে শুরু হলে , এটিতে মধ্যে মাছ যোগ করুন.
5. Carefully mix fish with the onion masala. সাবধানে পেঁয়াজ মশলার সঙ্গে  মাছ মিশ্রিত করুন.
6. Cover with a lid and let it simmer on medium flame for 4 mins.  একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন  এবং এটি ৪ মিনিটের জন্য মাঝারি শিখার উপর অল্প আঁচে রান্না করুন.
7. Carefully turn each slice and cook for 4 mins with lid.  সাবধানে প্রতিটি টুকরা নাড়ুন এবং ঢাকনা দিয়ে ৪ মিনিট আরো রান্না করুন.
8.  Open lid add  cumin powder,fried onions, coriander leaves stir nicely, and cook for 5 more mins on low heat.  ঢাকনা খুলুন, জিরাগুড়ো,ভাজা পেঁয়াজ, ধনে পাতা দিয়ে  কম তাপের উপর আরো ৫ মিনিটের জন্য রান্না করুন.
9. Once the water is absorbed serve hot with rice or fried rice. একবার পানি শুকিয়ে গেলে ভাত বা পোলাউ এর সঙ্গে গরম পরিবেশন করুন.
September 15, 2014

টমেটো-চিংড়ি Shrimp with cilantro and tomato

টমেটো-চিংড়ি



Shrimp with cilantro and tomato

This is one of my comfort foods. The taste belies how easy it is to make this dish.
Ingredients
  • 1 lb shrimp, deveined
  • 1 medium onion, thinly sliced
  • 2 cloves of garlic, finely chopped
  • 2 medium tomatoes, finely chopped
  • 2 green chilis, finely chopped
  • 1/4 cup chopped cilantro
  • 1 tsp turmeric powder
  • 1/2 tsp red chili powder
  • 1/4 tsp pepper
  • 1 tsp cumin
  • 1 tsp salt
  • 1 tablespoon cooking oil
  • 1/2 cup water
Steps
  • In a sautee pan, heat oil over medium-high heat
  • Once hot, add the onions and fry until they turn light golden brown
  • Add the garlic and fry an additional 2-3 minutes
  • Add the tomato, cilantro and green chilis and fry for 4-5 minutes until soft
  • Add the turmeric and red chili powder and fry for 2-3 minutes, stirring continuously
  • Add the pepper, cumin and salt and fry an additional 2 minutes
  • Add in the water and stir until it starts to boil
  • Turn the heat down to medium and stir in the shrimp
  • Cook an additional 3 minutes until done
  •  
  • টমেটো-চিংড়ি
যা লাগবে : বড় আকারের চিংড়ি /৬টি, কাপ পেঁয়াজ কুচি, চা চামচ আদা বাটা, টমেটো পেস্ট আধা কাপ, পৌনে চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে বাটা, লবণ স্বাদমতো, চা চামচ লেবুর রস, টেবিল চামচ দুধ, তেল আধা কাপ, চা চামচ চিনি /৩টি কাঁচামরিচ।
যেভাবে করবেন : তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। সব মশলা দিয়ে কষিয়ে মাছ ছেড়ে দিন। / মিনিট মাছ কষিয়ে আধা কাপ গরম পানি দিন। নামানোর আগের চিনি, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন।

September 15, 2014

টমেটো এবং রুই মাছের ঝোল

This rui fish (Labeo rohita) is a fish of the carp family and commonly found in the rivers and ponds of Bangladesh. This fish is considered a delicacy in Bangladesh.
Ingredients

  • 2 lbs of rui steaks
  • 2 1/4 tsp salt
  • 1 1/2 tsp red chili powder
  • 1 1/2 tsp turmeric
  • 1 1/2 tsp cumin
  • 1 tsp paanch phoron
  • One large onion, finely chopped
  • 3 cloves of garlic, finely chopped
  • 2-3 green chilis, slit lengthwise
  • 3 tablespoons of cooking oil
  • One 8 oz can of chopped tomatoes
  • 1/2 cup water
Steps
September 15, 2014

রুই মাছের ঝোল


উপকরণ:-
রুই মাছ - ৬ টুকরা, পেঁয়াজ কুচি - ৩ টেবিল চামচ, মরিচ গুঁড়া - ১ চা চামচ, হলুদ গুঁড়া - ১/ চা চামচ,রসুন বাটা - ১/২ চা চামচ, আদা বাটা - ১ চা চামচ, জিরা বাটা - ১/২ চা চামচ ধনে গুঁড়া - ১/২ চা চামচ, টমেটো কিউব করা - ১ কাপ, কাঁচা মরিচ - ৩/৪ টা (ফালি করা)ধনেপাতা কুচি - ২ টেবিল চামচতেল - ২ টেবিল চামচ, লেবুর রস - ১ চা চামচলবণ - পরিমানমতো পানি ৩ কাপ।

প্রণালী:-
September 15, 2014

ভাপা চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার কাছে খুব প্রিয়। চিংড়ি মাছের নতুন এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় বানিয়ে খান আর মন্তব্য লিখুন প্রিয় এর পাতায়
উপকরন
  • চিংড়ি ৫০০ গ্রাম
  • পোস্ত ৭৫ গ্রাম (বাটা)
  • হলুদ ৩৫ গ্রাম (বাটা)
  • কাচা মরিচ ৫/৬ টি
  • চিনি ১ চা চামচ
  • লবন স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল

প্রনালী 
সব উপকরন একত্রে মিশিয়ে একটি টিফিন বক্সে ভরে মুখ ভালো আটকাতে হবে। অন্য একটি পাত্রে পানি দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। পানি ফুটে আসলে মাছ ভর্তি টিফিন বক্স গরম পানিতে দিয়ে ভাপ দিতে হবে। এভাবে ২৫/৩০ মিনিট ভাপ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাপা চিংড়ি।

চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণঃ- মুরগির মাংসের আটটি বড় টুকরো , বাসমতি চাল – এক কেজি , গোলমরিচ – ৫ টি , টকদই – এক কাপ , আদা , রসুন বাটা – এক টেবি...

Popular