Breaking

Sunday, April 13, 2014

April 13, 2014

সরষে ইলিশ রেসিপি


ইলিশের সিজনে সরষে ইলিশ একটি জনপ্রিয় খাবার শিখে নিন কিভাবে বানাবেন চোখে জল এনে দেয়া ঝাল সরষে ইলিশ
যা যা লাগবেঃ-

April 13, 2014

মজাদার ইলিশ পোলাও এর রেসিপি

উপকরন:- মাঝারি সাইজের ইলিশের টুকরা ৮-১০ টি, পোলাও চাল এক কেজি, মিষ্টি দই দেড় কাপ, পেয়াজ বাটা এক কাপ, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা দেড় চা চামচ, জিরা গুড়া আধা চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া সামান্য, কাঁচা মরিচ ৪-৫ টি, তেল এক কাপ, পেয়াজ বেরেস্তা আধা কাপ এবং লবন স্বাদমত।
প্রস্তুত প্রনালি:-
April 13, 2014

Bangladeshi Luchi Recipe

 Luchi


লুচি
ময়দার মধ্যে সামান্য তেল, লবণ ও চিনি ময়ান দিয়ে মেখে দিতে হবে। এরপর মাখানো ময়দা ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে।
The luchi is a deepfried flat-bread very common to Bangladeshand is also popular in the Easter Indian states.
In Bangladesh folks will often have them for breakfast with fried eggs or fried vegetable such as Alu Bhaji (fried potatoes).
Many people will also often eat them with Bangladeshi deserts such as Shandesh and halua.
Ingredients
  • 4 cups flour
  • 1 tbsp  baking powder
  • 2 tbsp powdered milk
  • 1 tsp  salt
  • 1-1/2 cup warm water
  • 1 cup shortening, enough to fill 1 inch deep in frying pan
Steps

  1. In a large bowl, mix flour with baking powder, salt, and powdered milk.
  2. Pour in warm water and mix to form dough.
  3. Knead dough by hand until it is soft but not sticky.
  4. Cover with a cloth and allow to stand for about 15 minutes
  5. Shape into balls about 2 inches across, then flatten by patting and stretching the dough with hands and fingers until the dough is flat and round.  A rolling pin may be used instead.
  6. Melt shortening in a heavy frying pan, and heat for frying. Add dough, fry one side, then turn.
  7. Fry bread until it is golden brown on both sides.
April 13, 2014

Naan Roti

নান রুটি 
উপকরণঃ
ময়দা দুই কাপ,ইস্ট টেবিল চামচ,চিনি চা চামচ,লবণ আধ চা চামচ,ঘি চা চামচ,গুরো দুধ টেবিল চামচ,ডিম ১টা,পাকা কলা ১টা,লেবুর রস চা চামচ,চিনি আধ চামচ,খাওয়ার সোডা পরিমাণমতো,জল পরিমাণমতো,
প্রণালিঃ
বাটিতে কলা, লেবুর রস, চিনি মিশিয়ে ভালোমতো চটকে নিন এবার অন্য একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ, গুরো দুধ জল দিয়ে মাখান তারপর সব উপকরণ আবার একসঙ্গে মেখে সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটি পাত্রে ঢেকে রেখে দিন হয়ে গেল নানরুটির মিশ্রণ এবার ইচ্ছেমতো গোলা করে সেই গোলা পরোটার মতো করে বেলে নিয়ে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত একটি পাত্রে ঢেকে রেখে দিন তারপর রুটির মতো করে ভাজুন ভাজা শেষ হলে ওপরে ঘি মেখে পরিবেশন করুন

Naan

Naan is the very popular flat-bread found all over the sub-continent and is usually eaten with kababs and tandoori meats. This is not a traditional Bengali item but has become ubiquitous in all the kabab houses.

Ingredients
  • 1 1/2 pkg active dry yeast
  • 1 tsp sugar
  • 4 1/4 cups all purpose flour
  • 1 1/2 tsp salt
  • 1/2 cup yogurt
  • 1 lightly beaten egg
  • 5 tbsp melted ghee
  • 2 tbsp poppy or sesame seeds (optional)
Steps

  1. Put yeast, sugar and 5 tbsp water in small bowl. Stir. Let stand about 5 minutes until foamy.
  2. Sift flour and salt into large bowl. Make a well in center.
  3. Add egg and yogurt to yeast mixture. Add 5 tbsp warm water. Stir and pour into the well in the flour. Stir from center until mixed to a smooth batter.
  4. Stir in ghee.
  5. Knead on board 15-20 minutes or about 2 minutes in food processor. Dough should be elastic but not sticky.
  6. Put in covered bowl and allow to rise until double (about one hour).
  7. Divide ball into eight pieces. Knead each lightly, flatten ball, pull into an oval forming a sort of pear shape.
  8. Put on baking sheet(s), cover with damp cloth, allow to rise about 15 minutes.
  9. Brush with ghee and sprinkle with seeds. (Optional)
  10. Bake in pre-heated 450F degree oven for 8-10 minutes until golden brown.
April 13, 2014

Green banana curry Recipe


Green banana curry 
  • 2 POTATOES, peeled, cubed and cooked 15 minutes
  • 4 GREEN BANANAS, peeled and sliced
  • 1 ONION, chopped
  • 1 TSP TURMERIC
  • 2 GREEN CHILIES, chopped
  • 1/2 TEASPOON CUMIN SEEDS
  • 6 CARDAMOM PODS, split open and use seed
  • 1/2 TSP CINNAMON POWDER
  • 2 TBSP LEMON JUICE
Bring some water to the boil with the turmeric. Cook the banana slices 3 minutes in this water. Fry the onions and the chilies 3 minutes, add the bananas and the potatoes and stir fry 3 minutes more. Stir in the cumin, cardamom, cinnamon and lemon juice.

On 14 December 1971, during the Liberation War, many Bengali pro-liberation intellectuals were executed by the Pakistani army; this is reason for the "Day of  Martyred Intellectuals".Click on culinary calendar for Links between cooking and worldwide history.
April 13, 2014

Banglasdeshi Biryani Recipe

কাচ্চি বিরিয়ানী রেসেপি

খাসির মাংস (হাড় সহ) ১ কেজি 
পোলাওয়ের চাল ( দেশী কালিজিড়া ভালো, নাইলে বাসমতি ) ১ কেজি 
পেঁয়াজ ২ টা (বড়) 
লেবুর রস ১/৪ কাপ 
আদা রসুনের পেস্ট ৬ টেবিল চামচ 
লাল মরিচের গুড়া ১/২ টেবিল চামচ ( ইচ্ছা হইলে ) 
কাঁচা মরিচ ৬ টা 
এলাচ ৪ টা 
কালো এলাচ ২ টা 
দারচিনি ২ টুকরা ( ১" লম্বা ) 
তেজপাতা ২ টা 
পুদিনা পাতা ১/২ কাপ 
ধনিয়া পাতা ১/২ কাপ 
টক দই ১/২ কেজি 
ঘি ২ টেবিল চামচ 
তেল ২ কাপ 
লবন ( পরিমাণ মতো ) 
সেফ্রন ( ২ চিমটি ১ কাপ পানিতে গুলানো ) 
টমাটো ১ টা , কিউব করা 


খাসির মাংস ভালো করে ধুইয়া একটা গামলায় লন। টক দই, আদা রসুনের পেস্ট, লেবুর রস, সামান্য লবন, তেল দিয়া ভালো কইরা মাইখা গামলার মুখ বন কইরা ব্লগিং এ বইসা পরেন।২ ঘন্টা ব্লগিং এর পর আইসা দেখবেন মাংস মোটামুটি ম্যারিনেট হইয়া গেছে। 
তয় সেরম ম্যারিনেটের জন্য সারা রাইত রাখতারেন। 

এইবার চাল ধুইয়া একটা গামলায় রাখেন। একটা হাঁড়িতে ঘির গরম করেন। পেঁয়াজ কুচি দিয়া লাড়াইতে থাকেন। লাড়াইতে লাড়াইতে যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গেছে তখন এলাচ, কালো এলাচ, দারচিনি,তেজপাতা দ্যান। কিছুক্ষন লাড়ান। এই সময় লবন দিতারেন। লবন দিলে পেঁয়াজ পুড়বো না ( টিপস 
;) ) 

এই বার চাইল ঢাইলা দেন হাঁড়িতে। চাইলের মধ্যে ১ চামচ আদা রসুন পেস্ট, সামান্য লবন দিয়া ভালো কইরা ভাজা শুরু করেন। যখন দেখবেন চাল হাঁড়ির নিচে আটকাইয়া যাইতাছে তখন গরম পানি এমন ভাবে ঢাইলা দেন যাতে পানি চাইল থেইকা ১" উপরে থাকে। 

কিছুক্ষন পর যখন দেখবেন পানি কমে আসছে, চাইলের মধ্যে বুদবুদ কম তখন হাড়ি উপরের চাল তুইলা আরেকটা গামলায় রাখেন। 

আধা সিদ্ধ চাইলের উপরে ম্যারিনেট করা মাংস ঢালেন। মাংসে উপরে পাশের গামলায় রাখা কিছু আধা সিদ্ধ চাল ঢালেন। এর উপরে কুচি কুচি করা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ ফালি ছিটাইয়া আবার এর উপর বাকি চাল ঢাইলা দেন। চাইলের উপর সেফ্রনের পানি ঢাইলা হাঁড়ির মুখ ভালো করে সিল কইরা দেন। হাঁড়ির ঢাকনার চার পাশে আটা দিয়া বন করবেন। এইভাবে হাঁড়িটারে ২ ঘন্টা রাইখা দেন। এই টারে দম বলে। 
১ ঘন্টা পর হাঁরি হইতে কাচ্চি সার্ভিং ডিশে ঢালেন। এর উপরে টমাটো কুঁচি, পেঁয়াজ ভাজা ছিটাইয়া খাওয়া শুরু করেন। 
Biryani 
  • 400 GRAM BEEF, in cubes
  • 250 GRAM RICE
  • 1 ONION, chopped
  • 2 CLOVES GARLIC, chopped
  • PIECE OF GINGERROOT, chopped finely
  • 1 GREEN CHILI, chopped finely
  • 1 CUP YOGURT
  • 1 TBSP SUGAR
  • 1/2 TSP CUMIN SEEDS
  • 1/2 TSP CINNAMON POWDER

Fry the the onion, the chili, the garlic and the cumin seeds three minutes in oil or ghee; add the beef and fry until brown on all sides. Add the ginger, the sugar and the cinnamon and stir well. Take the beef out and stir in the yogurt and the rice. Add 2 1/2 cup water and salt to taste, stir once and put the lid on. Simmer for 15 minutes, put the beef back on top and simmer 5 minutes more.

In 
Bangladesh, rice is the main staple, and also the main ingredient of biryani. The word means fried or roasted. For biryani, you fry the ingredients and then cook them, and for pullao, it is the other way around. Biryani is a popular dish throughout South-East Asia, people love it in Myanmar(where it is called "dan pauk"), inMalaysia, Indonesia and India. Famous varieties are Hyderabadi biryani and Kashmiri biryani. InBangladesh, biryani is often part of ceremonies like weddings, and sometimes puffed rice (muri) is used.

গরুর মাংসের রান্না



গরুর মাংসের কালাভূনায় হয়ে যাক বৈশাখী ভোজ

গরুর মাংসের মুঠো কাবাব রেসিপি


Tehari Recipe (তেহারি)

 

গরুর ভুনা মাংস রেসিপি


গরুর মাংসের বিরিয়ানি রেসিপি


শাহী গরুর মাংসের কালিয়া রেসিপি


 

April 13, 2014

Rasmalai Recipe

রস মালাই রেসিপি
উপকরণ:
১। ২ লিটার পূর্ণ ননীযুক্ত গরুর দুধ (মালাইয়ের জন্য)
২। ২ লিটার পূর্ণ ননীযুক্ত গরুর দুধ (রসের জন্য) অথবে ১ লিটার কনডেন্সড মিল্ক
৩। আধা কেজি চিনি 
৪। সিরকা (৫% এসিটিক এসিড) বা লেবুর রস (আধা কাপ থেকে এক কাপ)
৫। এলাচ ৩-৪ টা
৬। ছাকনি, পরিস্কার পাতলা কাপড়, ২টি পাত্র।

সময়:
২ দিন।

কিভাবে তৈরি করবেন:
১। ছানা তৈরি: দুধ একটি হাড়িতে জ্বাল দিতে থাকুন। ২/৩টা এলাচের মুখ খুলে দুধে দিয়ে দিন। দুধ উতরানো শুরু করলে আধা চা-চামচ করে করে সিরকা ঢালুন এবং ভাল করে নাড়াতে থাকুন। কয়েকবার সিরকা ঢালার পর ছানা এবং পানি পুরোপুরি আলাদা হয়ে যাবে। তখন ছাকনি দিয়ে ছেকে ছানা আলাদা করে ফেলুন। ছানা ঠান্ডা পানিতে ভাল করে ধুয়ে নিন, যেন সিরকার গন্ধ থেকে না যায়। ছানা একটা পাতলা কাপড়ে প্যাঁচিয়ে ৮-১০ ঘন্টা বাতাসে ঝুলিয়ে রাখুন। এতে ছানার ভেতরের পানিটা বেরিয়ে যাবে।
২। মালাই তৈরি: প্রতি লিটার দুধের ছানার জন্য এক চা চামচ হিসেবে ময়দা মেশান এবং এক চা চামচ চিনি মেশান। ভালো মতো ময়ান করুন। তারপর ছোট ছোট করে মালাই তৈরি করুন। মালাইয়ের আকার হবে পেন্সিলের মত সরু (বা তার চেয়ে সামান্য একটু মোটা) এবং দৈর্ঘ্য হবে দেড় থেকে দুই সেন্টিমিটার। (খেয়াল রাখবেন, মালাই সিরায় ভাজার পর প্রায় দ্বিগুণ আকার ধারণ করবে। আর বেশি বড় হয়ে গেলে মালাইতে রস ঠিকমত ঢুকবে না)।
এবার প্রতি তিন কাপ পানির সাথে এক কাপ চিনি - এই হিসেবে সিরা তৈরি করুন। সিরা চুলায় জ্বাল দিন। সিরা উতরানো শুরু করলে মালাই দিতে থাকুন। মালাই দেয়া মাত্র ভেসে উঠলে বুঝতে হবে সব ঠিকমতো চলছে। সব মালাই দেয়া হয়ে গেলে জ্বাল কমিয়ে দিয়ে ১৫-২০ মিনিট চুলায় রাখুন। তারপর চুলা থেকে নামিয়ে ফেলুন এবং আরো ৮-১০ ঘন্টা মালাইগুলোকে সিরায় ভিজতে দিন।
৩। রস তৈরি: দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে এক লিটার করুন; অথবা কনডেন্সড মিল্ক (১০-১২% ফ্যাটসহ) ব্যবহার করুন (কনডেন্সড মিল্ক উতরানোই যথেষ্ঠ, আর ঘন না করলেও চলবে)। এবার প্রতি তিন ভাগ ঘন দুধে এক ভাগ চিনি, এই হিসেবে চিনি দিয়ে রস তৈরি করুন। রস উতরাতে থাকলে তাতে মালাইগুলো ঢেলে দিন (আগের চিনির সিরা দেবেন না, ওটা ফেলে দিন বা অন্য কিছুতে ব্যবহার করুন)। রসমালাই ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা হয়ে এলে ৮-১০ ঘন্টার জন্য মালাইগুলোকে ফ্রিজে রেখে দিন। এতে করে মালাইয়ের ভেতরে রস ঠিকমত ঢুকবে। ছোটা বাটিতে করে পরিবেশন করুন।
Rasmalai
  • 250 GRAM COTTAGE CHEESE
  • 200 GRAM SUGAR
  • 50 GRAM PISTACHIOS, chopped
  • 6 CARDAMOM PODS, split and use the small seeds
  • 3 CUPS OF MILK
  • 2 TBSP SEMOLINA
Mix the cottage cheese with the semolina, knead well and form 6 flat balls. Put them in the fridge for one hour. Bring one liter water with 150 gram sugar to the boil and poach the cottage cheese balls 15 minutes. Take them out carefully and allow them to cool down. Cook the milk with the cardamom on low-to-medium heat until it has reduced to two-thirds. Stir in the remaining sugar and allow it to cool down. Pour the sweet milk into a deep dish, arrange the cottage balls in the milk and sprinkle with pistachios.
My rasmalai looks a bit messy, I wonder why they look better at every street corner. That must be my impatient nature. As a working mother and Worldcook, I have to cook after work (work after cook would give my employer a close-to-zero result). And as I am not only cooking Bangladeshi food, but currently living in Bangladesh as well, a one-and-a-half hour power cut each night cannot be escaped. So there I am, cooking, kneading and panting away in candle light. Because this recipe must be prepared today, obviously!

"Amar Ekushey" is celebrated in Bangladesh on the 21st of February. Click on culinary calendarfor more links between cooking and celebration.
April 13, 2014

Posto bora

পোস্ত বড়া রেসিপি
কী কী লাগে?

পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, পেয়াজ

বানানোর উপায়? 

·         খুব শক্ত করে পোস্ত বাটতে হবে ।
·         এর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা, তারপর পিঁয়াজ মেখে স্বাদ মতো নুন মেশাতে হবে ।
·         মেশানো হয়ে গেলে সেই মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বড়া তৈরি করতে হবে ।
·         এবার ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলো ছেড়ে দিলেই মনপসন্দ পোস্ত বড়া তৈরি ।

  Posto bora
  • 8 POTATOES, peeled and cooked 20 minutes
  • 1 EGG
  • 1 ONION, chopped
  • 2 TBSP FLOUR
  • 2 GREEN CHILLIES, chopped finely
  • 2 TBSP POPPY SEEDS
Mash the potatoes with 1/2 cup of water. Stir in the other ingredients and add salt (I used black salt) and pepper to taste. Shape the puree into eight balls and flatten them like hamburgers. Fry them in hot oil, 3 minutes on each side.

"Posto" means "poppy seed" and "bora" are fritters. The original recipe prescribes that the poppy seed should be soaked and ground. As I really like the texture of poppy seeds, however, I did not do that and just added them. Also, I used black salt instead of normal salt, which has a special flavor and smells a bit sulfuric. I served the fritters with tamarind sauce.

চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণঃ- মুরগির মাংসের আটটি বড় টুকরো , বাসমতি চাল – এক কেজি , গোলমরিচ – ৫ টি , টকদই – এক কাপ , আদা , রসুন বাটা – এক টেবি...

Popular