Breaking

Saturday, November 21, 2015

Raw mango and vegetables with meat recipe

কাঁচা আম দিয়ে সবজি মাংস

প্রয়োজনীয় উপকরণ:
কাঁচা আম ১টি (পাতলা করে কাটা)
টমেটো ১টি
ক্যাপসিকাম আধা কাপ
বরবটি সেদ্ধ আধা কাপ
সেদ্ধ বেবিকর্ন আধা কাপ
সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে
সেদ্ধ সয়াবিন আধা কাপ
গরুর মাংস ৫০০ গ্রাম (পাতলা করে কেটে থেতো করা)
টমেটো সস ২ টেবিল চামচ
পেঁয়াজ ( মোটা করে কাটা) ১ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
থেতো করা রসুন ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
সিরকা ২ টেবিল চামচ
গরম মসলা ১ চা চামচ
সরিষা পেস্ট ১ চা চামচ
লবণ স্বাদমতো
তেল প্রয়োজনমতো

প্রস্তুতপ্রণালী:
মাংসের সঙ্গে সব মসলা মাখিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। ফ্রাইপ্যানে প্রয়োজনমতো তেল দিয়ে তাতে মাংসগুলো ভেজে তুলে রাখতে হবে। বাকি মসলায় পেঁয়াজসহ সব সবজি মাখিয়ে মাংস ভাজা তেলে একটু নাড়াচাড়া করে ভাজা মাংসের ওপর সাজিয়ে পরিবেশন করুন মজাদার আমের মাংস।

No comments:

Post a Comment

চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণঃ- মুরগির মাংসের আটটি বড় টুকরো , বাসমতি চাল – এক কেজি , গোলমরিচ – ৫ টি , টকদই – এক কাপ , আদা , রসুন বাটা – এক টেবি...

Popular