উপকরণ : কাঁচা পেঁপে ১টা মিহি কুচি, তেল ১ টেবিল চামচ, গুঁড় ২ কাপ (পানিতে গলিয়ে নিতে হবে), পেস্তা বাদাম-কাঠ বাদাম কুচি ১ টেবিল চামচ, জাফরান।
প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে পেঁপে নাড়তে হবে ৮ মিনিট। এরপর গুঁড় দিয়ে হালুয়াটা আঠালো হয়ে এলে নামিয়ে বাদাম আর জাফরান দিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment