Breaking

Saturday, January 5, 2019

সুজির মজাদার চকলেট হালুয়া রেসিপি


সুজির চকলেট হালুয়া

রেসিপি ছবিঃ শাহনাজ তাসিন

উপকরন:

·         সুজি/ কাপ
·         চিনি কাপ
·         বেসন/ কাপ
·         ঘি- পরিমানমত
আরো লাগবেঃ
·         কোকো পাউডার+/ টে চা
·         চকলেট সিরাপ/ টে চা ইচ্ছা
·         গুড়া দুধ/ কাপ
·         পানি কাপ
·         এলাচ দারচিনি টা করে

প্রনালী:

গুড়া দুধ, পানি,কোকো পাউডার,চকলেট সিরাপ একসাথে ভাল করে মিশিয়ে নিন
এবার ননস্টিক কড়াইয়ে ঘি দিয়ে এলাচ দারচিনি দিন।ফুটে উঠলে সুজি বেসন দিয়ে নেড়ে ভেজে নিন। ভাজা হলে চকলেটের মিশ্রনটা চিনি দিয়ে দিন
এখন মাঝারি আচে অনবরত নাড়তে থাকুন। আঠালো ঘন হয়ে আসলে একটা প্লেটে ঘি ব্রাশ করে ওটাতে ঢেলে দিন ঠান্ডা হলে ইচ্ছামত শেপ দিয়ে বা সাজিয়ে পরিবেশন করুন

No comments:

Post a Comment

চিকেন বিরিয়ানি রেসিপি

উপকরণঃ- মুরগির মাংসের আটটি বড় টুকরো , বাসমতি চাল – এক কেজি , গোলমরিচ – ৫ টি , টকদই – এক কাপ , আদা , রসুন বাটা – এক টেবি...

Popular